আমি যদি ফুল হতাম
কে করিত ঘৃণা আমায়?
রাস্তার পাশে থাকতাম ফুটে
মৌ-মাছি সব আসত ছুটে
মধু পাওয়ার আশায়।


ক্লান্ত পথিক দেখে আমায়
সুভাস নিতো আপন মনে,
কেউবা আবার ভালোবেসে
তুলে নিতো সংবেদনে।


কখনো থাকতাম প্রেমিকের হাতে
কখনো প্রেমিকার,
ভালোবাসার মাধ্যম হতাম
ঘৃণার সংহার।


সন্তান দিতো সযতনে মা’কে উপহার
ভালোবাসার নিদর্শনে
কতই না হতো আমার বাহার!


ভাগ্যগুণে কখনো আবার
আসতাম যদি পুজারির ঐ দৃষ্টিতে
শেষ বিদায়েও পেতাম চরণ
এই সৃষ্টি যার সৃষ্টিতে।।