তুমি এলে আমি আসি(13-07-2019)
রণজিৎ মাইতি
-------------
যখন তুমি আস,সাথে সাথে আমি আসি সুখ দুঃখ রূপে
হাসি আর সুখ সমাহার
যদিও কখনও কখনও অনুপম সুখে
চোখে আসে জল ঠিক দুঃখের মতোই


তবে তুমি এলে আমি আসি সুখ দুঃখ রূপে মহাকাল
কি বিচিত্র খেয়াল এই প্রকৃতির
যেমন বৃষ্টির স্পর্শসুখে ঘুম ভাঙে সুপ্ত বীজের
মেলে দেয় কচি পাতা আর কচি শাখা
তেমনই অতিবৃষ্টি ডেকে আনে চরম দুর্ভোগ
ভেসে যায় ঘর বাড়ি মানুষ ও গবাদি
পাকা শস্য নষ্ট হলে গৃহস্থের ঘরে নামে ঘোর অন্ধকার
ক্ষুধা কাতর কচি পেটে ছুঁচো মারে ডন


হে বৃষ্টি,এ জ্বালা বড়োই দুঃসহ
যেমন হাসাতে জানো কাঁদাও তেমন ।