তি থি  ন ক্ষ ত্র  (31-05-2017)
রণজিৎ মাইতি

ঘুনসির দড়িটা আজ আঁটোসাঁটো  
আদর যত্নে পেট ফেঁপে ঢাক

সমাজ সংসার সহায় হলে সব কেল্লাফতে
তখন বেরসিকও অমৃতলাল

মা ষষ্ঠীর কৃপায়
পচাদাও তখন ভি আই পি

হোক অবমাননা
তবু এ সংসার পোষে দুধ কলা দিয়ে

নটীবিনোদিনী চিরকালই বিনোদিনী দাসী

যে হাতে নিয়ন্ত্রিত--  
জন্ম ক্ষুধা বেড়েওঠা
সেখানে পঞ্চমীও অসহায়

জেগে থাকে কারাগার চিরন্তর
আর প্রগাঢ় অন্ধকার

তাই চিন্তারা উঁকি দিয়ে
শীতঘুমে অমরত্ব খোঁজে