শুয়ে আছি প্রকৃতির কোলে (23-06-2017)
রণজিৎ মাইতি
--------------------


ভবঘুরে শুয়ে পড়ে পাহাড়ের কোলে--মাথা রাখে--শুকে ঘ্রাণ--খরস্রোতা ঝরণার তোড়ে--ভেসে ভেসে এসে গেছে--অথই সাগরে--গায়ে স্বেদ--ভিজে গেছে জামা


যদিও সৃষ্টির উন্মত্ত নেশায়-- ভেঙে গেছে আড়--সরেছে পোশাক--মিশে গেছে প্রকৃতির ডাকে--শুধু জীমূতনাদ শোনা যায়


ধেয়ে আসা ঢেউ--আছড়ে আছড়ে পড়ে--বালুকাবেলায়--ধুয়ে যায় লেখা--নাম বা চরণের দাগ--কখনো বা ঝিনুকে কেটে গেছে পা--রক্ত ঝরেছে --সে রক্ত কি বদ রক্ত--তা আজও অজানা