সম্পর্ক (23-05-2018)
রণজিৎ মাইতি
--------------------
রাগের ডালি সাজিয়ে দিয়েছি আর অভিমান
বিপরীতে তুমিও কখনও কখনও ---

বাধাও মানেনা কোনও
কখন যে নেমে এলো আকাশ ভেঙে---
ঝিরি ঝিরি ঝরো ঝরো বৃষ্টির ফোঁটা
দেখি,ভিজিয়ে দিয়েছে মাটি পায়ের তলার

কিছুই বোঝেনি কেউ  
এতোটাই চুপিচুপি,গোপনে গোপনে
আজও একান্তে উদোম ভিজি শুধু দুজনায়