প্রশ্নবোধক চিহ্ন  (15-07-2017)
রণজিৎ মাইতি


দাঁড়িয়ে থাকি প্রশ্নবোধক চিহ্নের কাছে
ভর-শক্তি, শক্তি-ভর ও আলোর গতিবেগ
তখন আইনস্টাইনও ধরাছোঁয়ার বাইরে
দেহে স্নেহরস বাড়ছে,জাগছে প্রশ্ন মনে


গাধা ঠেঙ্গিয়ে মানুষ,দিনে দিনে বাঁদর
আবার প্রশ্নবোধক চিহ্ন,এবার মৌলান্তর
লোহা সোনায় রূপান্তর ,তড়িৎ লেপন নয়
জিন পরিবর্তন,প্রোটনের যোগবিয়োগ


কাদা মাটি দিয়ে দশভূজা নির্মাণ,তুলির টান
মৃতশিল্পীর কারুকলা,পুরুতের মন্ত্রোচ্চারণ
মহামায়া মৃন্ময়ী থেকে চিন্ময়ী,নজরে অসুর
জাগে প্রশ্ন,নেমে আসে প্রশ্নবোধক চিহ্ন


কারবার জমে যায়,বড় বড় হোডিং,কাটআউট
ধর্ম,জাতপাত,বন্ধনীতে মানুষ,খাদ্যে ভেদাভেদ
ক্ষমতা মুঠোবন্দী,জনগণে অমানুষ জ্ঞান
গণতন্ত্রে আস্হা,দাঁড়াই প্রশ্নবোধক প্লাকার্ড হাতে