প্রকৃতি ও শব্দ গন্ধ  (15-06-2017)
রণজিৎ মাইতি
----------------------


প্রতিটি ঋতুর একটা গন্ধ আছে--আছে নিজস্ব শব্দ--গরমে খাঁ খাঁ--টুপটাপ বর্ষায়--
হিম হিম কুয়াশায়--কনকনে ঠান্ডায় কেঁপে ওঠে মন --বা বসন্তে শুনি শুধু--কুহু কুহু রব


যে শব্দ বা গন্ধেরা--প্রতিদিন জমা হয়-- গোপন সিন্দুকে--হিম ঘরে বেঁচে থাকে-- বাঁচে আমরণ--শুধু একটু উৎস পেলে--কলকল খলখল--ঝরে পড়ে জল

সে শব্দ ও গন্ধ--এখন পেয়েছে কি পায়নি--তা তো জানিনা--তবু মনের ময়ূর দেখি--স্মৃতি থেকে খুঁজে এনে--উদাসী বৃষ্টির সুরে-- মেলে দিল ডানা