ফতুরতন্ত্র বনাম রাজতন্ত্র
রণজিৎ মাইতি
-------------


যাদের তার্কিক মন তারা তর্ক করুক;
যারা প্রলেপ দিতে চায় মলমের
                             তারা প্রলেপ দিক।


হয়তো এই ভাবনা থেকেই জন্ম নিয়েছিলো-
                                                          বার্ণল,
সিলভার এক্স।
এমনকি রূপবিশারদ মাত্রেই জানে-
ভেতরের রূপে মানুষ যতোটা আকৃষ্ট
তারচেয়ে ঢের বেশি সম্মোহিত বাইরের রূপে!


আমার মতো হয়তো আপনিও রূপবিশারদ নন,
তাই সেরিলাকের বদলে চানাচুর-মুড়ি চিবোতে চিবোতে ভাবেন সঞ্চয়ের ভাবনা।
মৌমাছির মতো আগামীর কথা ভেবে গচ্ছিত রাখেন মকরন্দ,
আর এখনও কায়েম রাখেন রাজতন্ত্র;
যেহেতু অভিজ্ঞতাই শিখিয়েছে ফতুরতন্ত্রের সংজ্ঞা।


অবশ্য এই নিয়ে তার্কিকরা তর্ক করুক মঙ্গলগ্রহে;
কোনটা শুভদায়ক,গণতন্ত্র নাকি রাজতন্ত্রের বাস্তবোচিত রূপমাধুরী?