ঐ-টুকুই দেখতে চেয়েছি(12-10-2019)
রণজিৎ মাইতি
-------------
ঐ-টুকুই তো দেখতে চেয়েছি
ধাঁধিয়ে যাওয়া কনীনিকা ওটাকেই মনে করে সুখের উৎস  
ভাসা ভাসা কথা আর সম্মোহনী আলোর রোশনাই  


অথচ গভীরে লবণ ছিলো,অম্লজানও ছিলো  
জারক রসের ভয়ে তলিয়ে দেখিনি
ক্ষার ধাতু,পারা আর রসাঞ্জণ
কর্পূর ? সে তো নিজেই উদ্বায়ী !
জীবন,যৌবন ও প্রেমের মতোই


অবশ্য 'সাবাশ' শব্দটিও শিখে গেছে আড়াল চাতুরি
তাই রঙিন পর্দায় লিখি বলপেন দিয়ে দোহাই দোহাই
উত্তোরণের নামগন্ধ থাক না-থাক
তবু চুপিচুপি তাকিয়েছি রূপসী শরীরে
চড়াই উতরাই পথে মুগ্ধ হই আলোছায়াময় অই বহিরঙ্গ দেখে
ওহে ভায়া,তন্নতন্ন শব্দটি কি মানুষের স্বভাব বিরুদ্ধ ?