নৈবেদ্যের থালা(26-02-2018)
রণজিৎ মাইতি
--------------------
কালও যেমন ছিলো আজও আছে একভাবে নৈবেদ্যের থালা
আগামী বলে যাবে আগামীর কথা


সময় এগিয়ে যায়
তন্ময় হয়ে শুনি ঋতুকথা,দেখি ঋতুফুল পলাশ শিউলি শিমুল
আনচান করে মন,নাক ও সজাগ  
বিহ্বল বিভোর হই,দেব-নরে ফারাক বুঝিনা


প্রকৃতিকে ভালোবেসে যারা প্রকৃতির কোলে নিয়েছে আশ্রয়
আজও ভাবেনি তারা মানুষের মতো কংক্রিট বাড়ি,গাড়ি আর শীতাতপ,
শুনেছি ময়দানবের হাতে গড়া সুরম্য প্রাসাদ,নাম ইন্দ্রালয়
ভরে আছে কুসুম সুবাসে


মানুষও বিভোর থাকে,জানি তারও আছে গভীর নান্দনিক বোধ
খাওয়ারে অরুচি নেই,সর্বভূক নাম অনল যেমন


দেখি,কালও যেমন ছিলো আজও আছে একভাবে---
দেবতার সামনে রাখা নৈবেদ্যের থালা।