মাটি ও মন (15-06-2020)
রণজিৎ মাইতি
-------------
আজ আর পায়ের তলায় মাটি নেই;
শক্ত জমি বলতে যা বোঝায় সেটুকুও সরে গেছে বহু বহু দূরে!
যদিও ডানা ভাঙা পাখির মতন---
পড়ে আছে পোড়া মন পুরনো মন্দিরে !


বিশ্বাসের শক্ত মাটি অবিশ্বাসী করোনার হাতে
যারা বাড়া ভাতে ছাই দেয়---
তাদের জীবন যৌবন আজও হাউইয়ের মতো সেই মহাশূন্যে মাতে !


অবাক হওয়ার আগে যতোই এগিয়ে যাই আঁকড়াতে মাটি;
দেখি সেও সরে গেছে দূরে,অনাচার নেমে এলে তার নাকি সরে যাওয়া খাঁটি!