মহাভ্রম (20-01-2020)
রণজিৎ মাইতি
--------------------
দশ বছরের বড়ো কাছের বাড়ির বিশুদা চেহারায় ছিলো বেশ ছোটখাটো,
একদিন আমাদের উঠোনে উনার কাছাকাছি দাঁড়িয়ে হুররে বলে লাফিয়ে উঠেছিলাম।


অবশ্য এসব শৈশবের বালখিল্যতা
যদিও আমার হুররে শব্দে বিশুদার চোখ- মুখের আলো নিভে যায়
সলতে পোড়া গন্ধে বাড়তে থাকে গুমোট


হয়তো 'বাটুল' শব্দটি এতোটাই না-পছন্দ ছিলো
তাই মননে মগজে নিজেকেই নিজে ছাড়িয়ে যাচ্ছে প্রতিমুহূর্তে
এখন বিশুদা ভুবন বিখ্যাত ক্যারেকটার
দশের অর্থনীতির চাকা,দেশের নিরাপত্তার প্রশ্ন পুরোটাই দাঁড়িয়ে আছে বিশুদার মগজের উচ্চতার কাছে !


জানি এখন ওই পড়শি দাদার কাছে আমি চুনোপুঁটি  
যদিও আমার উচ্চতার খিদে আজও মরেনি
একবার এভারেস্টের দিকে পা বাড়াতে গিয়ে সেই যে হড়কে পড়লাম
তারপর থেকে দূরে যাওয়ার সাহস হয়না


এখন শহরের পার্কে পার্কে ঘুরে ঘুরে মহাপুরুষের স্ট্যাচু খুঁজে বেড়াই
দেখতে পেলেই সবার অলক্ষ্যে মুখোমুখি হই  
দেখি সরকারি অফিসের বড়বাবুও স্ট্যাচুর সামনে কেমন খাটো হয়ে যাচ্ছে!


আসলে সেদিন বিশুদার সামনে হুররেটা যেমন মহাভ্রম ছিলো,
আজ আমার চেয়ারটিও তেমন।
অফিসের বড়বাবু স্ট্যাচুর বেঁটেখাটো বিদ্যাসাগর মশাইয়ের নখের জুগ্যিও নয়!