কি অদ্ভুত  (07-11-2019)
রণজিৎ মাইতি
------------
আরে আয়ু তো অই
মেরে কেটে মাত্র সাত সাতটা দিন
তো কামান দাগার কি কোনও প্রয়োজন আছে ?


তবু কেউ কেউ বিনা নোটিশে কল কারখানায়
কেউ মধু সংগ্রহে বাঘের থাবায়
মিন ধরতে গিয়ে কুমিরের পেটে
আবার কখনোবা কাল কেঁউটের ছোবলে


উফঃ!মৃত্যু যেনো একা অজান্তেই জন্ম ঋণ শোধ করে যায়
চোখের জল শুকিয়ে গেলে আকাশও ভুলে যায় নদীর কথা


যেমন,--
রোপণ করতে গিয়ে বুকের স্বপ্ন বুকে চেপে যে মানুষটা বজ্রাঘাতে প্রাণ হারালো
তা নাকি মানুষটার নিয়তি !


কি অদ্ভুত এই নিয়তির খেলা
যারা অনিষ্ট শব্দটির মানেই জানেনা
প্রকৃতিকে সাক্ষী রেখে ফুটপাতে বিয়োয়
খায় দায়,নিশ্চিন্তে দেয় ভাতঘুম
হায় কখনও কখনও তাদের হৃদয়ও থেঁতলে দেয়   বিলাসী চাকা !


##########
কবিতাটি প্রিয় কবি অচিন্ত্য সরকার মহাশয়ের কবিতার মন্তব্যে লেখা ।তাই কবিতাটি প্রিয় কবিকে উৎসর্গ করলাম ।