খোঁজে   বে. নী. আ. স. হ. ক. লা.  
(01-07-2017)
রণজিৎ মাইতি
---------------------
মুখে জর্দার গন্ধ
আঁচলে চাবির থোকা গিঁট
কাঁচুলির বয়স গিয়েছে
এখন স্তনও হয়েছে শিথিল
মুখে তার বলিরেখা
সে রেখায় লেখা আছে অনেক জিজ্ঞাসা


কত ঢেউ ভেঙেছে পিঠের উপর
ফিরে গেছে দিকচক্রবালে
কত রক্তক্ষয়,ঘাম ঝরেছে এই দেহ ঘিরে
পৃথিবীর আবর্তন ও উজানভাটির ছন্দে দুলেছে জীবন

গোধূলীবেলা দেখি বিষন্নতা মাখো মাখো
যেন তেজপাতা রঙ্ , বিবর্ণ মলিন


তবু খুঁজে ফেরে গিঁটবদ্ধ চাবির থোকায়
কোথায় লুকিয়ে আছে রামধনু রঙ্