কাছে যেও না
রণজিৎ মাইতি
-------------
কাছে যেও না,বরং দূরে দূরে থেকো;
সুন্দরকে দেখতে হয় দূর থেকে।
স্পর্শ করো না,বরং দূরে দূরে থেকো
পরমকে পেতে হ'লে দূরে থাকতে হয়।


দেখো,স্নিগ্ধ জোছনায় মেদুর খুদেরাও কেমন
আজ চাঁদের ছবি দেখে হতাশ হচ্ছে!
সেখানে কেউ বিছিয়ে রাখেনি লাল কার্পেট,
কেউ রচনা করেনি শাদ্বল,
এবড়োখেবড়ো রুক্ষ পাথরে মোড়া জমিতে কেউ রোপণও করেনি গোলাপচারা।


সুতরাং-
কাছে যেও না,বরং দূরে দূরে থেকো;
স্পর্শ ক'রো না পরমকে।
আপাত যা সুন্দর,কাছে গেলে বেরিয়ে পড়তে পারে তারও তীক্ষ করাল দাঁত নখ।