জৈবচক্র (10-01-2018)

রণজিৎ মাইতি

--------------------

অভ্যাসের মধ্যেই ফুরিয়ে আসছে দিন
মধ্যাহ্নভোজ,ভাতঘুম,বিকেলের চা বিস্কিট
একে তুমি উত্তোরণ ভাবো

মাঝে কিছু স্বপ্নের বিস্তার
ভালো মন্দে মিশে আছে নিত্যনৈমিত্তিক
লাল-নীল,সাদা-কালো,কিছুটা সবুজ
সম্পর্কের অমোঘ ঢেউ আর চোরা বালি
ঢেউয়ের জলে ধুয়ে যায় বালুকাবেলা

আমি একে কাকতলীয় বলিনা
যেভাবে ফুল ফোটে,ঝরে যায়
মাটিতে ছড়িয়ে পড়ে বীজ
পাতা ঝরে যায়

সেভাবেই জন্ম-মৃত্যু আসলে নিশ্চিত সমাপতন

মাঝে বীজ,কল,চারা,গাছ,বীজ অর্থাৎ জৈবচক্র