ঝরো ঝরো ঝরে (27-06-2017)
রণজিৎ মাইতি
---------------------


বর্ষায় জল ঝরে
দুঃখ পেলে চোখে
রক্ত ক্ষরণ হয় হৃদয়ে
গভীর আঘাত পেলে


ঝরছে ফুল ঝরছে বকুল
ঝরছে শুকনো পাতা
ঝরণার জল ঝরছে দেখ
ভরছে নদী নালা


লোভে ঝরে মুখে নাল
বয়সে জীবন ঝরে
কম বয়সে ঝরলে জীবন
দুঃখে ভেঙে পড়ে


পাকলে ফোঁড়া ঝরে পুঁজ
ফল পাকলে ঝরে
দাঙ্গা বাঁধলে ঝরে রক্ত
শুধুই মানুষ মরে