যখন বৃষ্টি নামে (22-07-2017)
রণজিৎ মাইতি
--------------------
বৃষ্টি ঝরলেই--
ভেসে ওঠে প্রেয়সীর মুখ।
ডগমগ আলুথালু,আলুলায়িত চুল।
দেখি ঘনকালো কেশে,ঢেকে আছে সুখ ।


বৃষ্টির শব্দ শুনলেই,--
প্রণয়ীর নুপুরের শব্দ কানে আসে।
ঘুমহীন রাতে হাত রাখি পিঠের উপর,
স্তনের উপরও রাখি হাত ,স্নেহে।
বৃষ্টি তো বৃষ্টি নয়,প্রেমিকাকে বৃষ্টি মনে হয়।


বৃষ্টির স্পর্শ পেলে--
ফিরে আসে বাসর রজনী,যুবতীর ছোঁয়া।
হই শিহরিত,তাপিত যৌবনের প্রথম রাতের মতো।
অধরে অধর রাখি,কম্পিত হাত খোঁজে হাত।


যখন বৃষ্টি নামে--
সোদা গন্ধ নাকে আসে,ঘ্রাণ নিই ঘ্রাণ ।
রজঃস্বলা বসুমাতা সন্তান সম্ভবা হয় ।
বিয়োয় পোয়াতি,ভরে সবুজে সবুজে ।