ঈশ্বরের বুকে ঢেউ নেই।
রণজিৎ মাইতি
-------------
তুমি কেনো এতো উত্তাল হও আকুল,
কেনো সাধারণ বিষয়েও দাও ক্ষিপ্র প্রতিক্রিয়া!


অতি সুগন্ধি ফুলেদের আমি মৌনি থাকতে দেখেছি;
চন্দনবনেও দেখেছি আশ্চর্য নীরবতা,
অথচ তুমি জলের মতো তরল,ছলকে ছলকে ওঠো বারবার;
গরম দুধের মতো উথলে উথলে ওঠো!
কে না জানে,বাকসংযমতার ফসল শালগ্রাম শিলা।


সুতরাং তুমি মিতবাক হও,
এসব জানেন বলেই ঈশ্বরের বুকে ঢেউ নেই।