গোবেচারা
রণজিৎ মাইতি
-------------
গোমাতার ভারী স্তনের দিকে তাকিয়ে
সদ্যজাত গোবৎসটির চোখে খুশির ঝিলিক;
সেই খুশিতে লেজ নাড়তে নাড়তে উদাত্ত কণ্ঠে গাইলো 'হম্-বা  হম্-বা'।


অদূরে যিনি প্রত্যক্ষ করছিলেন স্বর্গীয় এই দৃশ্য
তিনি আর কেউ নন,মেঘ ছুঁয়ে থাকা আকাশ।
অস্ফুটে কেবল একটা শব্দই উচ্চারণ করলেন,-
'আহা গো-বে-চা-রা।'


আমরাও দৃশ্য থেকে দৃশ্যান্তরে যেতে যেতে বুঝতে শিখি---
কোন বিশেষণটি মুলক ও কোনটি অমুলক।
একই দৃশ্যই তো আমরা দেখেছি শ্রমিক-কৃষকের চোখে;
মাঠে নুয়ে পড়া শস্যের দিকে তাকিয়ে যাদের ভাবলেশহীন চোখও করতো চকচক।
কিন্তু কাস্তের সাথে সাথে অচিরে সব শস্য জমা হয় মজুতদারের গোলায়!