গরজ কবিতায় কবি সুশোভন জানা খুবই সুন্দর ভাবে বাস্তব জীবনের চিত্র পরিষ্ফুটন করেছেন । যখন আমরা কাছাকাছি বসবাস করি এক ছাদের তলায় তখন চলার পথে নানান স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়ি । সময়ে সময়ে মুখ দেখা দেখি ও বন্ধ হয়ে যায় । তাই কবি স্বাভাবিক ভাবে এমন সম্পর্ককে অহি নকুলের সম্পর্কের সঙ্গে তুলনা করেছেন । কিন্তু যখন সেই মানুষেরা দূরে সরে যান
বা প্রকৃতির নিয়মে চিরশয্যা নেন তখনই আমরা সম্পর্কের মণিমুক্তো হাতড়াই । এ যেন বর্তমান সময়ে অমোঘ নিয়মে দাঁড়িয়ে গেছে ।


এখানে মূলত কবি সুশোভন জানা লোকশিক্ষা দিতে চেয়েছেন । কারন মৃত্যু অমোঘ । মানুষ তা এড়াতে পারে না । যাতে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন । যতদিন জীবিত আছেন সম্পর্কের সমস্ত
মণিমুক্তো উপভোগ করেন ।


এত সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্যে গরজ কবিতার কবি সুশোভন জানা মহাশয়কে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই।