একা শহর (24-10-2019)
রণজিৎ মাইতি
-------------
যতো মানুষ ততো শহর
শহর গুলো একা
দুঃখ-কষ্টে দিন কাটে বেশ
রাতও নামে একা।।


আমিও এক মৌনী শহর
চারপাশে লাল আলো
তবুও আমায় বলতেই হয়
এই আছি বেশ ভালো।।


গাছের মাথায় আঁধার নামে
রাত্রি নামার আগে
ল্যাম্পপোস্টে বিষন্ন রাত
দিনের আগেই জাগে।।


একা একা এমনি ভাবে
দিন কেটে যায় বেশ
সুখ-দুঃখের পাণ্ডুলিপি
হিসেব মেলায় শেষ।।


ভবঘুরে একক শহর  
জঙ্গুলে ও বন্য
ব্যালেন্সসীট খুঁটিয়ে দেখি
শূণ্য,কেবলই শূণ্য ।।