দূরে দূরে থাকি (25-06-2017)
রণজিৎ মাইতি
---------------------
একটু দূরে দূরে থাকা ভালো
গাছের ছায়ায় বসে--
কিছু গুণ গাইতেই হয়
ভুল হয় সত্য অন্বেষণে


বুঝতে পারিনা সাদা চোখে
আকার প্রকার এই পৃথিবীর


ক্ষমতা বশংবদ খোঁজে,টোপ ফেলে
কিছু রাঘব বোয়াল চারে ভোলে


তখন মরে যায় শিল্পী সত্তা
হয়ে ওঠে স্তাবকতা অন্তপ্রাণ কবি


শিল্পী আমি,কবি
খুঁজি সত্য,বলি স্পষ্ট স্পর্ধা নিয়ে


তাই--
পথভ্রষ্ট হই,সেই ভয়ে
শাসকের সাত হাত দূরে দূরে থাকি