হাঁটি হাঁটি (কাব্য কনিকা ১৪৯)অতীত ও বর্তমান সমাজ ও সময়ের কোলাজ
কবি--পারমিতা 58 (অনুরাধা)
আলোচক-রণজিৎ মাইতি
---------------------
কিছু কথা আপাতভাবে মনে হয় সাদামাটা ।কিন্তু কথার ভেতরেও কথা থাকে ।যেমন দেখার ভেতর দেখা। যিনি সাধারণ বস্তু কিংবা বিষয়ের ভেতর বিশেষ কিছু দেখতে পান তিনিই দার্শনিক। যিনি পান পাতার থেকে তাম্বুল রসের স্বাদগ্রহন করেন সন্দেহ নেই তিনি যথার্থ রসিক।তেমনই রসের সন্ধান দিলেন আসর প্রিয় কবি পারমিতা 58 (অনুরাধা) ।শব্দে শব্দে তুলে ধরলেন এক বিশেষ কোলাজ।যা পাঠ শেষে মনে হলো তিনি ঝিনুকের ভেতর মুক্তোর সন্ধান দিলেন ।


কি সেই কোলাজ ? আসুন দেখে নেই চর্মচক্ষে ।
তিনি বললেন,---


যাঁতায় পেষা
গমের আটা ;
মন্থনে ওঠে
দুধের মাঠা;


এইটুকু পাঠ করেই আমরা যেনো কোথায় হারিয়ে যাই ! আরে এই তো আমাদের সেই সাবেক সনাতন ভারতবর্ষ । যেখানে আমরা এই সেদিনও যাঁতা নামক পাথরের চাকি ঘুরিয়ে পেষাই করতাম আটা।ঢেঁকিতে কণ্ডন করতাম ধান।শিল নোড়ায় মশলা বাটতাম।আর দধি মন্থন করে তুলতাম মাঠা অর্থাৎ ননী বা মাখন। এই কোলাজ আমাদের টেনে নিয়ে যায় অতীতে । স্বতঃই স্মৃতি মেদুর হয়ে পড়ি। যা বর্তমানে ইতিহাস ।


ইতিহাসের পাতায় বিচরণ করতে করতে স্বাভাবিক ভাবেই একটা তুলনা এসে যায় ।যা ইতিহাসের ধর্ম । কবিও এর ব্যতিক্রম নন। তাই কবিও ফিরে আসেন বর্তমানে।দেখতে পান কয়েক যোজন এগিয়ে ঢেঁকি,শিলনোড়া,যাঁতা,লাঙ্গল,হামানদিস্তা এখন অতীত । তার জায়গায় স্থান নিয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি । যেমন কম্পিউটার,হালের বদলে টিলিং মেশিন,মিক্সচার গাইণ্ডার ইত্যাদি ইত্যাদি ।যা মানুষকে কাজ ও জীবন যাত্রাকে সহজ করে দিয়েছে । তাই আমরাও অতীতকে টা টা জানিয়ে অনলাইনে কিনছি ঝাঁটা।আমাদের প্রতিনিধি কবির কণ্ঠেও প্রতিধ্বনিত হয় ---


নতুন যুগে
সেসব টা টা ;
অনলাইনে
কিনি ঝাঁটা !


একটু লক্ষ্য করলেই দেখবেন,কবি "অনলাইনে কিনি ঝাঁটা!"বলেই বিস্ময় প্রকাশ করেছেন । মনে হয় কবি এই বিস্ময়ের মধ্য দিয়ে একদিকে অতীত ও অধুনার দ্বন্দ্ব,যা চিরকালীন তাই ফোটাতে চেয়েছেন ।অন্যদিকে "ঝাঁটা" শব্দটি প্রয়োগের মধ্য দিয়ে ফোটাতে চেয়েছেন শ্লেষ ও ব্যঙ্গ । বর্তমান মানে তার সবকিছুই ভালো,অর্থাত্ আধুনিক।আর সাবেক মানেই সবকিছু খারাপ তা কিন্তু নয়।হয়তো কেনার জন্যে ব্যবহার করছি অনলাইন,কিন্তু সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখনো জমে আছে এতো এতো ময়লা তাইতো এখনও আমাদের কিনতে হচ্ছে "ঝাঁটা"। এখানেই কবির শ্লেষ।আমাদের মতো কবিও বিস্মিত ।


কোনও সন্দেহ নেই,এককথায় ভারি সুন্দর কবিতা । চমত্কার ছন্দে এবং কম কথায় অতীত ও বর্তমান সমাজ ও সময়ের কোলাজ এই কবিতা । সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্যে প্রিয় কবিকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই