ধারাপাতে খুঁজে মরি (24-07-2017)
রণজিৎ মাইতি
---------------------
ধারাপাতে খুঁজে মরি জ্যামিতিক ছায়া
বসন্ত নয়,তবু ছুঁয়ে যায় দখিনে বাতাস


পুড়ে সিগারেট,ধোঁয়ায় বেডরুম ভরে
নেশা হয়,প্লাবনের জলধারা ভাসায় দুকূল


আছড়ে পড়ে,পাড় ভাঙে অনুকূল ঢেউয়ে
প্রতিকূল স্রোত,নেয় টেনে পলি বালি কাদা  


জানলার কাচ ভাঙা,ভেজে দেহ বৃষ্টির ছাঁটে
বর্ষায় বসন্ত এসে বদলায় চিত্র কানু-রাধা ধাঁচে