ঢাকা পড়ে যায় ভিন্নস্বর (23-07-2017)
রণজিৎ মাইতি
-------------------
মধুর ভাষ্যে ভুলে যাই প্রবঞ্চনার কথা ।
যে দাঁড়িয়ে আছে শালপ্রাংশুর মতো পর্দার আড়ালে ।
সে কী চিরকাল এমনি ভাবে দাঁড়িয়েই থাকে?


একটু উৎস পেলে খুলে যায় সিংহদ্বার,
তখন ঠিকই জীমুতনাদ শোনা যায়।


তবু সুধাবৃষ্টি হয়না কখনো,
মাঝে মাঝে করকা পাত হয়।


বুঁদ হয়ে বসে থাকি,
বাদবাকি অনুভবে বুঝে নিতে হয়।


শুধু শুনি অশনির তর্জন--  
ঢাকা পড়ে যায় ভিন্নস্বর ।