দ ম কা   হা ও য়া  (14-06-2017)
র ণ জি ৎ   মা ই তি
---------------------------


দমকা হাওয়ায় উড়ে যাচ্ছে খড়কুটো
আর মান্ধাতা আমলের কিছু বিশ্বাস
চিরস্হায়ী বন্দোবস্তের মতো যা ছিল অনড়


আসলে পয়ঃপ্রণালী ঠিক ঠিক নাহলে যাহয়
ক্লেদ জমে জমে আবর্জনার স্তূপ-পাহাড়-পর্বত


মগজ আর একটা পথ
সেখানেও নানান টিউনিং ফর্কে করেছি আঘাত
শুনিনি কখনো শব্দ অনুরণনের
বুঝেছি সবচেয়ে কঠিন পথ আত্মসংশোধন


কখন কে কোন নাগরদোলায় ঘুরছে
ঘুরছে বৃত্তাকার পথে চূড়ান্ত গতিতে
গতিশীল কিন্তু সরণ শূন্য শূন্য শূন্য


তখনই আসুক এমন দমকা হাওয়া
উড়ে যাক সমস্ত খড়কুটো