চু ম্ব কী য়   ব ল  (08-07-2017)
রণজিৎ মাইতি
--------------------


তীব্র চুম্বকীয় বল ক্রিয়াশীল,  
রক্তে হিমোগ্লোবিন নিশ্চল,আবিষ্ট ।


হোমাগ্নি ও ছাইয়ে পাই রক্তাল্পতার বীজ !
অভাব, অশিক্ষা, অসমবন্টনে জীর্ণ লক্তক।
এই বুঝি দেখা যায় যৌনকেশ,গোপনাঙ্গ !
অসহ পীড়া,গভীর ব্রীড়া এখন আবেশী
রক্তে ।


বয়স কত হলো এই পৃথিবীর  ?
আজও সভ্য-অসভ্য, সাদা-কালোয় জীর্ণ,
জাতিভেদ, ধর্ম ও কারবারে সিদ্ধহস্ত সমাজ ও রাজনীতি ।
তবু সিদ্ধিদাতা চুর গাঁজা,সিদ্ধি,ভাঙ্,চরসে !

বিকর্ষণ বলে ছিটকে ছিটকে যাই,
ফিরে আসি আকর্ষণ বলের প্রভাবে ।


কোথায় কিভাবে আছে আবেশী আধান !
কোথায় লুকিয়ে আছে ?
রক্তে, হৃদয়ে, স্নায়ুকোষে ?
না কোথাও দেখিনা--
শুধু রাসায়নিক সাম্যে এ সামগান রচি।
প্রেমতৃষ্ণা,সম্পর্ক ও যৌনঙ্গে রোপিত বীজ দেয় সন্ধান ।


তেজস্কৃয় বিকিরণে আলফা, বিটা, গামা--
যে রশ্মি যেমন পারে, করে ভেদ,দেহ কাঠ ইট।
রেখে যায় ক্ষত, হিরোসিমা নাগাসাকির দেহের গভীরে।
পোড়া দেহ, পোড়া লিঙ্গে
তবুও ক্ষরিত হয় বীজ।