চোখের আলোয়  
রণজিৎ মাইতি (03-07-2017)
-------------------------------------------
পলকেই বিদীর্ণ করি অন্ধকার
মাপি দৈর্ঘ্য প্রস্হ বেধ ভার্নিয়ার স্কেলে
চোখে চোখ , চোখাচোখি
আলো মাপে অন্ধকার
অন্ধকারের সে ক্ষমতা নেই ।


কিছু অন্ধকারও মাপে--
ঠিক কালো নয়, বঞ্চনায় উজ্জ্বল
সে চেতনা আত্মগত ভাবগম্ভীর।


বিচ্ছুরিত আলো--
চোখে,পথে পথে,কেন্দ্রীয় স্নায়ুতে আঁকে নতুন অভিধা,
আলো বা অন্ধত্বের কালো সাদা দাগ।


রেডিওলজিস্টের অনুসন্ধিৎসু চোখে--
এক্স রে, আলট্রা সাউন্ড ও সিটি স্ক্যান প্লেট।


চোখে চোখ, চোখাচোখি
খুবই গোপন গভীর।