ছোঁয়াচ  (14-03-2017)
রণজিৎ মাইতি


বাইরে ধুপের গন্ধ, নাসিকার সুখ।
বিগ্রহ শোভিত --
জবাফুল, বেলপাতা,  তুলসি পাতা দিয়ে।


ছোঁয়ার বিধান নেই।


কচি পেট জঠরাগ্নি বোঝে
তাই
নৈবেদ্য , নির্মাল্য সব আরশির আলোতে রেখে
উৎসবে জল ঢেলে দেয়।


হায় !
একি অনাচার,অনাসৃষ্টি
বলেছিল কুলপুরোহিত।


জননীর গর্ভকোষে থেকে
সব ভ্রুন চুরি করে মায়ের অমৃত।


দ্বিজ ভেবে দেখ।


মানব মানবি নেই ,
তবে
কে দিত নৈবেদ্য আর
আরতির ধুপ।


কে ছড়াতো শান্তিজল
মাথার উপরে।