বিত্ত
রণজৎ মাইতি
-------------
যেসব নক্ষত্র ভিনগ্রহে গিয়ে মা-কে ভুলে যায়,
জন্মমাটি কিংবা গাঁয়ের প্রান্তে বুড়ো শিবতলার কথা
আমি তাদের দোষ দেখি না।


বিত্ত মানুষের চিত্তকে টলোমলো করে দেয়।
স্মরণ তো আসলে একপ্রকার স্থিতির নামান্তর


আমি গাঁ থেকে শহরে এসে হাড়েহাড়ে বুঝেছি
জৌলুস ভুলিয়ে দেয় মানুষের অতীত
কেবল মা নয়,
ভয় হয়,কোন দিন নিজেকে ভুলে যাই।