অসীম শূন্যতা (16-07-2017)
রণজিৎ মাইতি
--------------------


কালপেঁচা ডেকে যায় গাঢ় অন্ধকারে ।
নদী সাগরে মেশে,জীবন মরণে ।


জন্ম ও মৃত্যুর মাঝে মহৎ জীবন ।
নানা রঙে্ উজ্জ্বল,কখনও বা ম্লান ।


কখনও এগোই দশ,পাঁচ হাত পিছোই ।
সঞ্চয়ের খাতায় থাকে বাদবাকি পাঁচ ।


বোধদয় হয়নি তবু,বিলাসী জীবন  ।
পদমর্যাদার দাবী,ঘোড়ার ডিম যেন ।


জরার জঠরে যায়, বাকি আর পাঁচ ।
এগোনো পুরোই বৃথা,অসীম শূন্যতা ।