অশীতিপর (19-03-2017)
রণজিৎ মাইতি


শুনতে আমি কম যদি পাই
ক্ষতিই বা কি।
অশ্রাব্য আর মোটর গাড়ির
চিল চিৎকার।
কার্নিশের ঐ পায়রা গুলো  
উড়ছে দেখ।
বসছে না যে তোমার বাড়ির
চালের পরে।


বয়স আমার কম নয়তো
শুভ্র কেশী।
বয়স আমার কম নয়কো
লোল চর্ম।
শুনতে আমি আর চাইনা
অনেক হলো।
শুনতে আমি আর চাইনা
অশ্রাব্য।


দেখতে আমি কম যদি পাই
কি হবে আর।
জানি অনেক দেখা, হয়নি দেখা,
অনেক বাকি।
দিব্যচোখে দেখবো এখন
সেসব জিনিস ।
দৃশ্য দূষণ দেখছি এখন
চারদিকেতে।


দেখতে আমি আর চাই না
মলিনতা।
দেখতে আমি আর চাই না
বিবর্ণতা ।
শুনতে আমি আর চাই না
বেসুরো গান।
শুনতে আমি আর চাই না
কোরাস বিহীন।


বয়স আমার কম নয়কো
অশীতিপর।
শুভ্রকেশ আর লোলচর্ম
বয়স যেমন।
মানতে আমি পারছি না আর
বিশৃঙ্খল।
তাই যায় চোখ যাক, যায় কান যাক
সুঃস্বাগতম।