অ নু ঘ ট ক  (07-07-2017)
রণজিৎ মাইতি
--------------------
প্রশ্নে প্রশ্নে বিদীর্ণ করি রাত ।
বেঁচে আছি কেন বা বেঁচে আছো কেন ?
আছে দুঃখ,জীবন যন্ত্রণা,তা দুঃসহ জানি ।
তবু কেন আছি জেগে
বা ঝরাই ঘাম এ চিকন দেহে !
মৃত্যু নিশ্চিত জানা ।


ভালোবাসি হরিনাম,হরিকথা
কেউ ভালোবাসে কথকতা,পুরাকথা
বা রাম-রহিম নিয়ে বাঁচে কেউ কেউ।


কর্ম ভক্তি জ্ঞান যোগ--
বা ধর্ম কর্ম মোক্ষ,--
মোক্ষ কী সাক্ষাৎ মৃত্যু ?
মৃত্যু রূপে যম এসে সামনে দাঁড়ায় প্রতি পদক্ষেপে ।
তবুও এড়িয়ে চলি ।


চলি, নিয়ে চলি সাথে--
স্নেহ প্রেম ভালোবাসা ।
কিছু আশা,স্বপ্ন
চুমু,চুমাচুমু ও দেহ
জানি এ জীবনের জৈব অনুঘটক ।