আমি যদি পাখি হতাম (19-11-2017)
রণজিৎ মাইতি
--------------------
আমি যদি পাখি হতাম
উড়ে যেতাম নীল আকাশে
সবুজ হাওয়ায় গা ভাসিয়ে
পূবে যেতাম বা পশ্চিমেতে

হলুদ হাওয়ায় সঙ্গ নিতাম
উড়ে যেতাম তেপান্তরে
যখন যেমন ইচ্ছে হতো
দক্ষিণেতে বা উত্তরেতে

নেই বাড়িঘর নেই ঠিকানা
নেই জাতপাত লিঙ্গভেদ
বাড়ি আমার ওই নীলআকাশ
সাকিন আমার গোলাপী মেঘ

সারা আকাশ আলোয় মোড়া
কেউ কালো নয় কেউ বা গোরা
উদার আকাশ মুক্ত বাতাস
যখন যেথায় সেথায় বাস

ধর্ম আমার মহান আকাশ
কর্ম আমার প্রবল বাতাস
জাতি আমার সোনালী রোদ
আমি পাখি এই তো বেশ।