একবিন্দু জল (21-05-2017)
রণজিৎ মাইতি


তীব্র দহনে চাতকের মতো চেয়ে থাকি
চেয়ে থাকি একফোঁটা জলের আশায়


অসংখ্য মানুষের ভিড়ে--পেয়ে যাই জল
জলপাই রঙ--যে পোশাক সৈনিক পরে--
পরে নেয় কোনো মেয়ে--যদিও দশমিকে সংখ্যাটা--সেই মেয়ে হয়ে যায় একবিন্দু জল


এ জল দৃষ্টান্ত হোক--এ পোড়া দেশে
একুশে মে আজ--মাস ও তারিখ দুটোই তাৎপর্যবহ--মুক্তির দিন--আজকের দিন হোক--প্রতিরোধী মেয়েদের দিন


শাবাশ শাবাস মেয়ে--কেটেছ যে  লিঙ্গ
আজ-- ধরা থাক হাতে--সাধু বেশী ধর্ষক--
দেখুক ভারত


তীব্র দহনে একবিন্দু জল হয়ে ঝরলে যখন
পান করে মেটাই তৃষ্ণা আমি তৃষ্ণার্ত চাতক