অবোধ
রণজিৎ মাইতি
-------------
যদি তিন তিনবার একটা ময়নাকে 'না' বলো,
সে 'না' বলতে শেখে;
যদি তিনবার তাকে 'হাঁ' বলো
সে 'হাঁ' বলতে শেখে।


আমি সৃষ্টির প্রথম দিন থেকেই
অজস্র বার মানুষকেও বলেছি শান্তির কথা,
উড়িয়েছি সাদা পায়রা প্রকাশ্য মঞ্চে;
এও বলেছি,কিভাবে শিরদাঁড়া সোজা রেখে
হাঁ-কে হাঁ,না-কে না বলতে হয়।


কিন্তু মানুষ এসবের কিছুই শেখেনি;
সাদা পাতায় কিছু কালির আঁচড় ছাড়া ।


অথচ শান্তি মিছিলে শামিল হতে
বাড়ির পোষা বেড়ালটিও শেখে ম্যাও ম্যাও,
কুকুর ঘেউ ঘেউ।