এ চিঠি সেদিন পড়ো (28-05-2017)
রণজিৎ মাইতি


কথাটা সাদা কাগজে লিখে রেখেছি
ধরে নিতে পার ওটা একটা গোপন চিঠি
যেন করবালের মতো উদ্ধত লিঙ্গ


সেদিন চিঠি চোখের সামনে মেলো
যেদিন আমার দুচোখ ঢাকা থাকবে তুলসী পাতায়
নইলে ওই চিঠির জন্যে নেমে আসবে
সভ্যতার চাবুক


দেখেছি পাখির রতিমগ্নতা,ক্ষনিক
সারমেয়র দীর্ঘরতির মধ্যে অনুসঙ্গ খুঁজি  
তাই অশ্লীল মনে হয়  
শুরু করি সভ্যতা অসভ্যতার বিভাজন
পাখি বাঘ সিংহ হরিণ যত জীব আছে পৃথিবীতে
তাদের নগ্ন সৌন্দর্য উপভোগ করি
আর মানব শিশুর সৌন্দর্য ঢাকা পড়ে পোশাকে
তখন তেপান্তরের মাঠ পেরিয়ে  
সমস্ত প্রশ্ন উঁকি দেয় মনের জানলায়


তাই সেদিন গোপন চিঠি চোখের সামনে মেলো
যেদিন আমার দুচোখ ঢাকা থাকবে তুলসী পাতায়