এ রক্তে কর্কটের বাসা (19-06-2017)
রণজিৎ মাইতি


রক্তের টানে--
মানুষ ছুটে আসে কাছে  


অপকেন্দ্র বল খুবই নির্দয়
রক্তে হোলি খেলে


রক্তের কনায় কনায়
আজন্ম প্রথিত ঘৃনা দলিতের প্রতি
মানুষ হয়েও এরা তবু মানবেতর


সারমেয় স্হান পায়
দলিতকে দূরে দূরে রাখে


কৃকলাশ চেনে রক্ত
বোঝে পালস্ রেট
এমন রক্ত পেলে
এদের রসনা উদ্বেল  


কারবার জমে যায়
ঝরালে কুম্ভীরাশ্রু চোখের কোণায়

জানি কেতাবি শিক্ষার কনা
বিন্দু বিন্দু ছড়িয়ে রয়েছে সভ্যতার মাঠে
সে চাষের বীজ ওঠে চাষার খামারে
যে বীজ বহন করে কর্কট রোগ