স্বাধীনতা! স্বাধীনতা!!
তুমি এসেছ শত সংগ্রাম শেষে,
সবুজের বুকে রক্তিম সূর্যের বেশে।
তুমি এসেছ ভাষা শহীদের হাত ধরে,
জীবন দিয়েছে তারা তোমায় পাওয়ার তরে।
মুলসূত্র আছে তোমার বায়ান্নতে গাঁথা,
বাঙ্গালী সেদিন তোমার তরে তুলেছিল মাথা।
তুমি এসেছ বঙ্গবন্ধুর সিংহরুপি গর্জনে,
যে গর্জন হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে।
৭ই মার্চের সেই উচু মঞ্চ থেকে,
তুমি ছড়িয়েছ চারিদিকে।
তুমি এসেছ পঁচিশের কালো রাতে,
রক্ত ঝরা মশাল নিয়ে হাতে।
তোমার জন্য বঙ্গবন্ধু করল আহবান,
ত্রিশ লক্ষ বাঙ্গালী তাই দিয়েছে প্রাণ।
রক্ত ঝরে, আগুন জ্বলে, মাটি হল লাল,
বাংলার বুকে নেমেছিল করুণ মহাকাল।
শত নারী মান হারালো তোমার ভালবাসায়,
সন্তান হারা হল আবার তোমায় পাওয়ার আশায়।
বাংলার বৃদ্ধ তরুণেরা বীরের মতো লড়ে,
শোষকের হাত থেকে তোমায় নিয়েছে কেড়ে।
নয় মাসের যুদ্ধ শেষে তুমি দিলে ধরা,
তোমার জন্য মার্চ আজ হয়েছে রক্ত ঝরা।