ছড়া
পেত্নীর বিয়ে
      -রানা চৌধুরী


আলোকদিঘীর ঝোপের ধারে
দেখনু সন্ধ্যাকালে,
কদম গাছে পেত্নী নাচে
এই ডালে ঐ ডালে।
পেত্নী আজকে বেজায় খুশি
পরশু যে তার বিয়ে,
ও পেত্নী তোমার সাথে
যাবে আমায় নিয়ে?
তোমার লম্বা চুলে আমি
বেধে দেব খোপা,
গোলাপ, জবা গেঁথে দেব
এনে ঝোপা ঝোপা।