বৈশাখী বর্ষার গান
-রানা চৌধুরী
এসো বৈশাখী বরষন সাঝে,
বাজে মন্দিরা খঞ্জন বাজে।
এসো গগনে মেঘের ভেলা হয়ে,
তাপস রৌদ্র পালাক তব লাজে।
তুমি নদীজল হয়ে ঘোলা চাদরে,
আমি রাখিব তোমায় সুখ আদরে।
তুমি আছো প্রতিটি মেঘের ভাজে ভাজে।।
এসো বিজলীর আচমকা আলোতে,
বসো আম্রকানন ডালেতে।
মেঘে মেঘে ডেকে যায় এসো হে,
বরষার জয়গান গাহো হে।
তোমার গানে মেঘ গর্জন থেমে যাক লাজে।।
আজি শুন্যে সমীরণ সেজেছে
দেখ পশ্চিম থেকে ঐ এসেছে।
তুমি বাদল ধারায় ঝরো ঝরঝর,
নিভিয়ে যাও প্রকৃতির হাহাকার।
তুমি জেগে আছো স্নিগ্ধ এ প্রকৃতির মাঝে।।