মন থেকে ঝরে পড়ছে,
কষ্টের কিছু চোখের জল।
আমার শহরে তোমার বাড়ি,
পর মানুষের আবাসস্থল?


চিন্তার ভীড়ে একলা আমি,
ঘুম-বালিশে পড়ছে দাগ?
চোখের নিচে কালো ছায়া,
নিভে ফেললে প্রেম চেরাগ?


সামলে তুমি ফিরবে আবার,
অন্ধকারের মন বাড়ি?
‘মনের মধ্যে রাখছি পুষে,
একদিন দিয়েছিলে হাত ছাড়ি।


ভাবতে গিয়ে দম ফুরায়,
ঘোলাটে আজ আমার মন।
তোমার অবহেলায় আজ,
চলছে আমার বিসর্জন।🖤


-রানা বর্তমান ( লেখক ও নাট্য নির্মাতা)
নিকেতন, গুলশান, ঢাকা বাংলাদেশ।