রোজ সন্ধ্যার ট্রেনের হুইসেল,
জানলার পাশে নাম না জানা পাখি,
মাথা ব্যথার একটু খানি তেল,
স্মৃতি গুলো লুকিয়ে কোথায় রাখি?


মাঝে মাঝেই পাশের বাড়ির খুকি,
কেড়ে নিত আমার ভাগের আদর,
পূর্ণিমাতে চাঁদের আলোর উঁকি,
আজ নেই তারও কোনো কদর।


ভুলে ভরা কবিতা গুলো সব,
হয়ে যেত ঠিক কোন এক মন্ত্রবলে,
তারাই আজ করছে কলরব,
শহর হতে দূরের মফস্বলে।


অল্প রোদেই লাল হওয়া সেই গাল,
কান্না পেলে ধেয়ে আসা হিঁচকি,
অল্প ঠান্ডায় অবস্থাটা বেহাল,
খুশির সময় হাসিটুকু মুচকি।


এসব নিয়ে স্মৃতিরা থাকে জেগে,
ভাবনার টুঁটি টিপে সমাজ সাশায়,
"লাল কালির ওই একটি মাত্র দাগে,
প্রেমও যে তার বৈধতা হারায়।"