কুড়িটা বছর ধরেছি কলম
কালকে এবার ধরবো ছুরি,
কাটবো কারো মাথার খুলি,
কারো কাটবো পেটের ভুঁড়ি।


কুড়িটা বছর ছাত্র ছিলাম,
কালকে লিখবো পেশা ডোম,
ব্যার্থতাটা যদিও আমার,
ছুড়তে শিখিনি গুলি বোম।


ডিগ্রীতে আমি ইঞ্জিনিয়ার,
পাশের ভাই টি ডক্টরেট,
সার্টিফিকেট পুড়িয়ে দিয়ে,
ফর্ম ভরছি চালাতে পেট।


আজকে বড়ো আফসোস হয়,
যদি বই না পড়ে গুন্ডা হতাম,
আমিও ঠিক আজ মন্ত্রী হয়ে,
লালবাতি দেওয়া গাড়ি চড়তাম।