এতোটা দিন ছিলে তো শীত ঘুমে,
যেই চড়েছে উষ্ণতার ওই পারদ,
কিলবিলিয়ে নেমেছো রাজ পথে,
জনতার প্রতি উথলে ওঠে দরদ।


ফুরোয়নি আজও সঞ্চিত খাদ্য,
নিয়ম করে যা করেছো চুরি,
ফের এসেছো কুপন নিয়ে হাতে,
বেইমানিতে নেই তোমাদের জুড়ি।


সিংহাসনে রাজা আসে যায়,
আমরা সবাই সেই তিমিরেই থাকি।
বারে বারেই মিথ্যে প্রতিশ্রুতি,
যবনিকায় সব কিছুতেই ফাঁকি।


জেনে বুঝেই দিলাম লেজে পা,
পারলে পরে ছোবল খানা মারিস,
আমাদেরও ফন্দি আছে জানা,
তুলে নেবো দাঁতের গোড়ার বিষ।