তুমি আসবে বলে আমায়-কথা দিয়েছিলে
আমি দ্বার খুলে রেখেছিলাম-
সেই গোধূলি থেকে।
তুমি আসবে বলে আমার ঘরে জোছনা এসেছিল
জোনাকিরা জ্বেলেছিল আলো।


অপেক্ষার শেষে ভোরের পাখিরা জানান দিয়ে গেল,
আমার ঘরে এলো বুঝি- সূর্য কিরণ;
তবুও তুমি কেন এলে না-
আমি বুঝিতে পারিনা -কীই- বা তার কারণ।


গোধূলি থেকে ভোর ,সারা রাত প্রিয়ার অপেক্ষা।
এর ভিতর প্রিয়ার জন্যে কত আয়োজন, কত উৎসব৷
শেষের দু'লাইনে প্রিয়া না আসার যে ব্যথা, সেই
ব্যথার আঘাতে ব্যঞ্জনা বেজে উঠেছে কবির হৃদয়ে।