আকাশ আঁখিতে মল্লার রাগে মেঘ নেমেছে
মাটির প্রতীমা ছুঁতে।
অধর কিশলয়রাগে রঞ্জিত, কুসুমভ্রমে ভ্রমর গুঞ্জনরত,মঞ্জরিত পুষ্পোদ্যানে মেলার সুবাস। শিহরণ  যে রাঙা পল্লবে সে-ই তার মন জানে না কিছুই, মনপাড়ায় সাড়াহীন গুমরে কাঁদে,বুকের পাঁজরে হাপরের শব্দঋণ, অকারণে ঝাপ পরকাষ্ঠার অগ্নিতে।
এই জীবনে তোমাতে সমর্পিত হয়েই সুখ
জানি যে কেউ ছুঁতে চায়  তোমার চিবুক।