সবে বৃষ্টি থেমেছে
      হাওয়ায় গাছের জল ঝরছে
নরম সূর্যের আলো চুমু দিলো
      পাতায় পাতায় এইমাত্র
নদীর ধারা এই ফাঁকে একটু ব্যস্ত হয়ে
       পা বাড়িয়েছে তার গভীরে


পাখিটা বাসায় ফিরেও
       পারেনি  গা বাঁচাতে
বিচ্ছিন্ন - হওয়া সঙ্গীর খোঁজে ডাকছে টু...


কুয়াশা ভাব বুঝে দ্রুত সরে যাচ্ছে
                            পাহাড়ের ঘরে
ঘুরে ঘুরে সবাই রঙ ঢালে
        বদলে যায় হাওয়ায় হাওয়ায়
বন থেকে বনান্তরে
        পাহাড়  ছাড়িয়ে
                          অন্তহীন...