হাওয়া-ই তোমার ঈর্ষার গূঢ়তা ভাঙতে পারে
আর হিয়ার স্বপ্ন চুরমার হয়
তোমার নীরব সরসে নয়নতারায় মজা প্রেম
ঢেউ তুলে যায় ঊষর মরুতে
ফল্গু আবেশের ফিরে দেখা গল্পে
সীতারা হয় কাব্যের নায়িকা
রামেরা যুগে যুগে হোম-যজ্ঞে মত্ত থাকে
তোমার আউস-আঁচলে শীতল হবে বলে।
জানি তোমায় দেখে পাখিরা প্রথম উঠেছিল ডেকে
তোমায় দেখবে বলে নদীরা প্রথম হারিয়েছিল বাঁকে